ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৭ জুন ২০২০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চাঁদা আদায়ের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে এক অভিযানে বাস থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- বাস মালিক সমিতির প্রতিনিধি রকিব হোসেন রাসেল (৩৩) এবং শ্রমিক ইউনয়নের প্রতিনিধি মোফাজুল হোসেন (৪২)। তাদের কাছ থেকে ৪ হাজার ৩২০ টাকা চাঁদাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

এর আগে গত ৩ জুন পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

এ দিন পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান উপস্থিত ছিলেন।

এআর/এমএসএইচ