ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মৃত্যু কমলেও, নতুন শনাক্তের হার বেশি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ জুন ২০২০

রাজধানী ঢাকাসহ সারাদেশের ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে আজ (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৫৮টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে তিন হাজার ৫০৪ জনের মধ্যে

এর পূর্ববর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৫ জুন সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ৬৬টি ল্যাবে ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি। এদিন করোনা শনাক্ত হয় তিন হাজার ৮৬৮ জনের দেহে।

সংগৃহীত নমুনা পরীক্ষার পরিসংখ্যানগত বিবেচনায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দেখা যায়, গতকালের আক্রান্তের হার ছিল ২০.৯১% আর আজকের আক্রান্তের হার ২৩. ১২%। সে হিসাবে আক্রান্ত বেড়েছে ২.১২%।

গতকালের চেয়ে মৃত্যুর সংখ্যা আজ ছয়জন কমেছে। শুক্রবার ৪০ জনের মৃত্যু হয়। আজ মারা গেছে ৩৪ জন। দেশের আটটি বিভাগের মধ্যে আজ বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোনো রোগী মারা যায়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (২৭ জুন) পর্যন্ত দেশে মোট সাত লাখ ১২ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের।

এমইউ/বিএ/এমকেএইচ