ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও একটি ল্যাবের সংযুক্তি, রিপোর্ট মেলেনি নয়টির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৭ জুন ২০২০

করোনা শনাক্তে দেশে আরও একটি পিসিআর পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে পরীক্ষাগারটি স্থাপিত হয়েছে চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডে। ফলে বর্তমানে পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল মোট ৬৭টি।

আজ (শনিবার) ৫৮টি পরীক্ষাগারের ফল এসেছে। এর মধ্যে পাঁচটি বেসরকারি পরীক্ষাগার নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রতিবেদন দেয়নি। দুটি বিশ্ববিদ্যালয় এবং দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও তাদের রিপোর্ট দেয়নি।

শনিবার (২৭ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

cheavron-01.jpg

তিনি জানান, ৬৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ১৫৭টি। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫০৪ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৩৩ হাজার ৯৭৮।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের এবং এখন পর্যন্ত মৃত্যু হলো এক হাজার ৬৯৫ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ১৮৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৫৪ হাজার ৩১৮। সুস্থতার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ।

পিডি/এমএআর/জেআইএম