ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু, দুইজন পজিটিভ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৭ এএম, ২৬ জুন ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন। অপর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, রাত ১২টা পর্যন্ত ঢামেক করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের মো. শাকিল (৪৫) ও ঢাকার জে এ শাহ রোডের বুলু মিয়া (৫০)।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৪৬ জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২১ জনে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিএ