ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আনসারে করোনা আক্রান্ত ৬২৮, সুস্থ ৩৫৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৫ জুন ২০২০

বৈশ্বিক মহামারিতে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ আনসার সদস্য। তবে আক্রান্তের মধ্যে ৩৫৭ সদস্য এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর এ তথ্য নিশ্চিত করে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করে চলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাযুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পাশাপাশি এ বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাহিনীতে নতুন আক্রান্ত হন ১১ জন। করোনায় এ পর্যন্ত ৬২৮ সদস্য আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা সাতজন, ব্যাটালিয়ন আনসার ২০৪ জন, নারী আনসার তিনজন, সাধারণ আনসার ৩৯১ জন, কর্মচারী পাঁচজন, ভিডিপি সদস্য সাতজন, বিশেষ আনসার চারজন, উপজেলা প্রশিক্ষক দুজন, উপজেলা প্রশিক্ষিকা একজন এবং হিল আনসার চারজন।

এর মধ্যে ঢাকায় ৩৯৮ এবং ঢাকার বাইরে ২৩০ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩৫৭ সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের বেশি। সুস্থ হওয়াদের মধ্যে কর্মকর্তা দুজন, ব্যাটালিয়ন আনসার ৯৫, সাধারণ আনসার ২৫১, কর্মচারী দুই, নারী আনসার দুই, ভিডিপি সদস্য এক, উপজেলা আনসার কমান্ডার এক এবং বিশেষ আনসার তিনজন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩২ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৬ জন সদস্য। করোনায় এ বাহিনীতে মারা গেছেন তিনজন।

জেইউ/এএইচ/জেআইএম