ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যাত্রী সংকটে হাতিরঝিলের ওয়াটারট্যাক্সি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৫ জুন ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর গত ৩১ মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করে হাতিরঝিলের ওয়াটারট্যাক্সি। তবে বিরতির পর ফের চলা শুরু করার প্রথম দিন থেকেই তুলনামূলক কম যাত্রী থাকায় বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে চলাচল করছে ট্যাক্সিগুলো।

বৃহস্পতিবার গুদারাঘাট ওয়াটারট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, সীমিতসংখ্যক যাত্রী নিয়ে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করছে। ঘাটে যাত্রীর উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে। টিকিট কাউন্টারেও কোনো ভিড় নেই। যাত্রী কম থাকায় প্রতিটি ওয়াটারট্যাক্সি যাত্রীর অপেক্ষায় দীর্ঘসময় ঘাটেই অবস্থান করছে।

TAXI

গুদারাঘাট ওয়াটারট্যাক্সি ঘাটের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, করোনাকালীন এই সময়ে প্রতিটি ওয়াটারট্যাক্সি দীর্ঘ সময় পর পর ছেড়ে যাচ্ছে। কারণ আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ওয়াটারট্যাক্সিই নির্ধারিত যাত্রীর তুলনায় অনেক কম যাত্রী নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ওয়াটারট্যাক্সি চলাচল শুরু করার প্রথম দিন থেকে যাত্রী তেমন একটা নেই।

গুদারাঘাট থেকে এফডিসি ঘাটে যাওয়ার জন্য ওয়াটারট্যাক্সির টিকিট কেটে প্রায় ২০ মিনিট ধরে অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী হুমায়ুন আহমেদ। তিনি বলেন, আমি নিয়মিত ওয়াটারট্যাক্সিতে চলাচল করি, আগে কখনও এমন হয়নি। সব সময় ব্যস্ত থাকতো ওয়াটারট্যাক্সির ঘাটগুলো। কিন্তু এখন এই করোনাকালীন সময় খুবই যাত্রী সংকট থাকে। তাই প্রতিটি ওয়াটারট্যাক্সিই ছেড়ে যেতে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে। এতে করে আমাদের মতো যাত্রীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি ওয়াটারট্যাক্সি কর্তৃক্ষেরও নিয়মিত লোকসান হচ্ছে।

TAXI

প্রসঙ্গত ওয়ারটারট্যাক্সি সার্ভিসটি গুদারাঘাট-রামপুরা ব্রিজ-এফডিসি এবং পুলিশ প্লাজায় চলাচল করে। সেখানে রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান-১ নম্বর গুদারাঘাট পর্যন্ত ২৫ টাকা, এফডিসি মোড় সংলগ্ন ঘাট পর্যন্ত ৩০ টাকা, পুলিশ প্লাজা পর্যন্ত ১৫ টাকা ভাড়া। অন্যদিকে গুদারাঘাট থেকে এফডিসি পর্যন্ত ৩০ টাকা, রামপুরা পর্যন্ত ২৫ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারেন।

এএস/এমএফ/জেআইএম