ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একদিনে আরও ৭৮ চিকিৎসক-নার্সের করোনা শনাক্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৩ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯ জন চিকিৎসক, ১৫ জন নার্স ও ৩৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী। এ নিয়ে রাজধানীসহ সারাদেশে মোট করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৯১ জনে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১ হাজার ১২৬ জন, নার্স ৯৭২ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ১ হাজার ৪৯৩ জন। মোট করোনা আক্রান্তদের মধ্যে ৪৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, মিটফোর্ডে ৫৬, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১২০, আজগর আলী হাসপাতালে ২১, বিএসএমএমইউতে ছয়, জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৯, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ১১, শিশু হাসপাতালে ছয়, জাতীয় ক্যান্সার হাসপাতাল ১০, নিউরো সার্জারি ইনস্টিটিউটে ১১, অ্যাপোলো হাসপাতালে পাঁচ, বারডেম হাসপাতালে সাত, ইউনিভার্সেল হাসপাতালে তিন, পঙ্গু হাসপাতালে ৯, কুর্মিটোলা হাসপাতালে ১৮ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ