‘গৃহস্থালির সঙ্গে সংক্রামক বর্জ্য একত্রে সংগ্রহ করবে না ডিএনসিসি’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গৃহস্থালি বর্জ্যের সঙ্গে সংক্রামক বর্জ্য একত্র করা হলে ডিএনসিসি বাসাবাড়ি থেকে সেই বর্জ্য সংগ্রহ করবে না।
মঙ্গলবার (২৩ জুন) পূর্ব রাজাবাজারে (আইবিএ হোস্টেলের সামনে) করোনাভাইরাস সংক্রমণ রোধে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনার বিশেষ কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এদিকে গত ২০ জুন থেকে শুরু করে সোমবার (২২ জুন) পর্যন্ত তিনদিনে ডিএনসিসি এলাকাধীন মোট ৯২ হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে। এছাড়া ডিএনসিসি কর্তৃক বিভিন্ন হাসপাতালের আঙ্গিনায় এবং আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে।
এএস/এএইচ/এমকেএইচ