ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক‌রোনায় কেন্দ্রীয় ব্যাং‌কের যুগ্ম-পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৩ এএম, ২২ জুন ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হ‌য়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

সোমবার (২২ জুন) সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ ফরিদ উদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জা‌গো নিউজ‌কে এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জা‌গো নিউজ‌কে বলেন, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।

এসআই/এইচএ/জেআইএম