ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২১ জুন ২০২০

বাদপড়া স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে দ্রুত নিয়োগের আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)। রোববার (২১ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য খাতে জনবল সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে সব স্বাস্থ্যকর্মী। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা শনাক্তকরণে পরীক্ষার চাপ বেড়ে গেছে। মেডিকেল টেকনোলজিস্ট পর্যাপ্ত না থাকায় নমুনা সংগ্রহের কাজ জটিল হয়ে পড়ছে।

এমন পরিস্থিতির মধ্যেই সরাসরি সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত না থেকেও করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতাকর্মীসহ সারাদেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। তারা বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নিজেই দেশের এ সংকটময় সময়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশে করোনা আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করতে ও আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসাসেবা দিতে বিশেষ বিবেচনায় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও এনজিও প্রতিষ্ঠান থেকে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ১৫৭ জন মেডিকেল টেকনোলজিস্টকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনীত করা হয়।

তারা বলেন, কোভিড-১৯ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য খাতে ডাক্তার-নার্সদের মতো ১ হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১২ বছর ধরে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ রয়েছে। বর্তমানে স্বেচ্ছাসেবকদের মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলেও নতুন ১ হাজার ২০০ জনবল নিয়োগ বানচালে কিছু মেডিকেল টেকনোলজিস্ট নামধারী জামাত-ছাত্রদল-শিবির চক্র প্রতিনিয়ত স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট করে চলেছে।

এমএইচএম/এমএফ/এমকেএইচ