ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাইবার অপরাধ রোধে সামাজিক সচেতনতার আহ্বান

প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৪ অক্টোবর ২০১৫

সাইবার অপরাধ রোধে সকল সচেতন নাগরিক সংগঠন, ব্যক্তি, শ্রেণি পেশার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সেবা বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে ১৮টি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রেক্ষাপটে আমাদের কথা’ শীর্ষক এক মানববন্ধনে বক্তরা এ আহ্বান জানায়।

বক্তারা বলেন, কিছু মানুষ কূটকৌশলে প্রযুক্তির অপব্যবহার করে অপরাধ সংগঠিত করছে। ছাত্র ও যুব সমাজের একটা অংশও জড়িয়ে পড়ছে সাইবার অপরাধে। মেয়েদেরে শ্লীলতাহানী বা ধর্ষণ করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এ হীন কাজ ইতোমধ্যে বহু নারীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

বাংলাদেশের ১৮ থেকে ৩৫ বছরের ৩৫ শতাংশ যুবক সাইবার অপরাধের উপর প্রভাবিত হচ্ছে বলে মানববন্ধনে বক্তরা জানান । সাইবার অপরাধের প্রেক্ষাপটে আমাদের ঘরে বাইরে স্লোগান হওয়া উচিত ‘ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার করি, সুস্থ ও জ্ঞানভিত্তিক যুব সমাজ গড়ি’।

সাইবার অপরাধে আমাদের যুব সমাজ এসব অনাকাঙ্খিত কাজের মধ্য দিয়ে ক্রমেই নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, যা সমাজ ও রাষ্ট্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে তুলছে বলেও মন্তব্য করেন বক্তারা।

একক সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহেদেরে সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান, হিউম্যান এইড এর নির্বাহী পরিচালক ডা. শেখ মঈনুল হক ও ইয়াসিন আরাফাত প্রমুখ।

এএস/জেডএইচ/পিআর