করোনা পরীক্ষায় রাজধানীতে যুক্ত হলো আরেকটি ল্যাব
করোনাভাইরাস শনাক্তে রাজধানীতে যুক্ত হয়েছে আরও একটি বেসরকারি আরটি-পিসিআর ল্যাবরেটরি। নতুন যুক্ত হওয়া ল্যাবরেটরিটি হলো এ এম জেড হাসপাতাল। করোনা শনাক্তে এ নিয়ে মোট ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২-তে।
৬২টি ল্যাবরেটরি চালু থাকলেও গতকাল ৬০ (শনিবার) ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়। দু-একটি ল্যাবরেটরিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে নমুনা পরীক্ষা হচ্ছে না।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, ৬০ ল্যাবরেটরিতে গতকাল ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ এদিন ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৪৬৪ জনের মৃত্যু হলো।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪টি।
এমইউ/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ