ঢামেক করোনা ইউনিটে দুই দিনে আরও ১৭ জনের মৃত্য
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই দিনে (১৯ ও ২০ জুন) আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল। বাকি ১৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (২০ জুন) ঢামেক হাসপাতালের মর্গ সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত দুজন হলেন- ঢাকার সূত্রাপুরের রাজে সেন পাল (৫৭) ও কুমিল্লার দাউদকান্দির জালাল উদ্দিন (৭০।
এদিকে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৪২৫ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪০ জনের। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ আট হাজার ৭৭৫ জনে।
করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৬৪ হাজারের বেশি। তবে সাড়ে ৪৭লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
এমএসএইচ