ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাধীনতা বিরোধীরাই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে : আইজিপি

প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৪ অক্টোবর ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধীরাই হোসেনি দালানের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত। তিনি বলেন, এএসআই ইব্রাহিম মোল্লার হত্যাকারীদের সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধীদের যোগসূত্র থাকতে পারে উল্লেখ্ করে আইজিপি বলেন, যারা এ দেশের স্বাধীনতা, স্থিতিশীলতা ও উন্নয়ন পছন্দ করে না- এ ধরনের একটি সংগঠনের সদস্য তারা।

শহীদুল হক বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গাবতলীতে এএসআই খুনের ঘটনায় আটকৃতদের তথ্যমতে অভিযান চালিয়ে যে বোমা ও বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে, হোসেনি দালানে বিস্ফোরিত বোমার সঙ্গে মিল রয়েছে। এএসআইয়ের খুনিরাই হোসেনি দালানে বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছে। যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এটি কোনো জঙ্গি হামলা কিনা এই প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এটি জঙ্গি হামলা নয়, এটি স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত নাশকতা।

এরআগে একই দাবি করেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। তিনি রাতেই ঘটনাস্থলে পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, তাজিয়া মিছিলে বোমা হামলা মানুষের কাজ হতে পারে না। দেশের স্বাধীনতা যারা যান না, যারা দেশকে অস্থিতিশীল করতে চান তারাই শোকের মাস এই মহররমের তাজিয়া মিছিলে বোমা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণে সানজু নামে এক কিশোর নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাদের সবাইকে ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শুক্রবার রাত আড়াইটার দিকে মিছিল হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আব্দুল কাদের জিলানী নামে একজনকে আটক করেছে পুলিশ।

জেইউ/জেডএইচ/আরআইপি

আরও পড়ুন