ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামের ৫ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিল টিকে গ্রুপ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৯ জুন ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসা সেবায় গতি আনতে নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালকে ভেন্টিলেটর দিয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে পাঁচ হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর হস্তান্তর করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ১০টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ৩টি, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে ৩টি, বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালকে ২টি ও বেসরকারি পার্কভিউ হাসপাতালে ২টি ভেন্টিলেটর দেয়া হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন দেশের শীর্ষস্থানীয় টিকে শিল্প গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ করোনা রোগীদের চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর দিয়েছে। এসব ভেন্টিলেটর চট্টগ্রাম নগরের পাঁচটি হাসপাতালে প্রদান করা হয়েছে।

টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টিকে গ্রুপ।

তিনি বলেন, ‘চট্টগ্রামে করোনা রোগী দ্রুত বাড়তে থাকায় তাদের চিকিৎসার জন্য টিকে গ্রুপের এমডির নির্দেশে চীন থেকে ২০টি ভেন্টিলেটর আমদানি করে তা জেলা প্রশাসনকে প্রদান করেছি আমরা। এইসব ভেন্টিলেটর চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে চালু হলে করোনা রোগীদের চিকিৎসা দেয়া আরও সহজ হবে।’

আবু আজাদ/এফআর/পিআর