ধানমন্ডিতে ৩০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ৩
রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিনব কায়দায় ট্রাকে লুকিয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৫টায় র্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করে।
আটকরা হলেন মো. আলাউদ্দিন (৩৭), জালাল উদ্দিন (৩৭) এবং শারাফাত হোসেন মেহেদী (১৫)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান জানান, র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকযোগে কয়েকজন মাদক ব্যবসায়ী নিষিদ্ধ গাঁজার চালান নিয়ে সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি এলাকায় বিক্রির উদ্দেশে আসছে।
মো. জাহিদ আহসান আরও জানান, এমন খবরে র্যাব-২ এর একটি দল সকাল পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানাধীন রোড-১৪/১ এ গিয়ে ট্রাকটি আটক করে। এসময় পালানোর চেষ্টাকালে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জব্দ ট্রাকের সামনের কেবিনের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এমএফ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- ২ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি
- ৩ করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার
- ৪ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০৩০ পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান
- ৫ চাকরি ফিরে পেলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা