ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবুনগরীকে অব্যাহতি, আহমদ শফী আমৃত্যু মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ জুন ২০২০

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী মাদরাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার শুরা কমিটি। একই সঙ্গে মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে মাদরাসার একটি নির্ভরযোগ্য সূত্র।

এছাড়া নতুন করে মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে। আহমদ শফীর মৃত্যুর পর তিনিই হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাদ্রাসার শুরা সদস্যরা হলেন-
ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা পরিচালক ও হাইয়াতুল উলয়া কো-চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদরাসা নায়েবে মুহতামিম ও বেফাক যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মাওলানা নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারীর আল জামিয়াতুল ইসলামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হাটহাজারীর ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

মূলত, গত মে মাস থেকেই দেশে ধর্মভিত্তিক বিভিন্ন আন্দোলনের উৎসভূমি হয়ে ওঠা হাটহাজারী মাদরাসার শীর্ষ পদে আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজকের শুরা বৈঠকের মাধ্যমে সে সমস্যার সমাধান হলো।

গত কিছুদিন ধরে অসুস্থ শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কারো নাম ঘোষণা করতে পারেন এমন গুঞ্জন শোনা গেছে মাঝে-মধ্যে। এরমধ্যে হেফাজত মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর পক্ষের লোকজন সোশ্যাল মিডিয়া সরব ছিলেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা আসতে শুরু করলে ওই মাসে অসুস্থ আহমদ শফী এক ভিডিও বার্তায় বলেন, কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ তিনি দেননি। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এমন প্রেক্ষাপটে হাটহাজারী মাদরাসার শুরা কমিটির সিদ্ধান্ত নিয়ে দেশের কওমি মাদরাসা, ইসলামী দলগুলোর নেতাকর্মীদের ব্যাপক কৌতূহল তৈরি হয়।

তবে শেষ পর্যন্ত শুরা সদস্যরা ভবিষ্যতের মহাপরিচালক পদে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস প্রবীণ আলেম মাওলানা শেখ আহমদকেই মনোনয়ন দিয়ে রাখলেন।

এ দিকে শুরা বৈঠক তথা মাদরাসার শীর্ষ পদে শাহ আহমদ শফীর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে তৎপরতায় প্রকাশ্যে আসা দুই পক্ষের দ্বন্দ্বে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এমন শঙ্কায় হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আবু আজাদ/এনএফ/পিআর/এমএস