ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসএমএমইউয়ের প্রতিবেদন এখনও পাইনি: গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৭ জুন ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট কার্যকর নয় বলে এর কার্যকারিতা যাচাই শেষে প্রতিবেদনে উল্লেখ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে গণস্বাস্থ্য কেন্দ্র এখনও সেই প্রতিবেদন পায়নি এবং বিএসএমএমইউয়ের সাথে এ বিষয়ে আলোচনাও হয়নি বলে জানিয়েছে।

বুধবার (১৭ জুন) বিএসএমএমইউয়ের ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং জি আর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে বিএসএমএমইউর একটি নন ডিজক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) রয়েছে। আমরা এখনও বিএসএমএমইউ থেকে কোনো অফিসিয়াল বিস্তারিত রিপোর্ট পাইনি এবং আমাদের সাথে এনডিএ অনুসারে কোন প্রকার আলোচনা করা হয়নি। এটা পেলেই পরবর্তীতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আমরা আমাদের মতামত বিএসএমএমইউকে জানাব।’

মুহিব উল্লাহ খোন্দকার আরও বলেন, ‘বিএসএমএমইউর মতামত অনুসারে কিট নিবন্ধন ও বিপণনের বিষয়ে বর্তমানে যা করার ওষুধ প্রশাসন অধিদফতর সিদ্ধান্ত দেবে।’

এর আগে বুধবার দুপুরে বিএসএমএমইউয়ের মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা সম্পর্কে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে (তাদের) কিট ব্যবহার করে শুধুমাত্র ১১ থেকে ৪০ শতাংশ রোগীর করোনা শনাক্তকরণ সম্ভব।

পিডি/এমএসএইচ/পিআর