ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাট মন্ত্রণালয়ের করোনা আক্রান্তদের সহযোগিতায় কুইক রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৭ জুন ২০২০

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দিতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একজন উপ-সচিবকে প্রধান করে গঠিত কুইক রেসপন্স টিমের মোট সদস্য পাঁচজন।

টিমের কার্যপরিধিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে টিম অসুস্থ কর্মকর্তা-কর্মচারী বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে চাহিদার ভিত্তিতে খাদ্য, ঔষধ, চিকিৎসাসহ অন্যান্য সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।

প্রত্যেক সপ্তাহে আক্রান্তদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া এ সংক্রান্ত উদ্ভূত অন্য যে কোনো দায়িত্ব সম্পাদন করবেন। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য কুইক রেসপন্স টিমের একটি বিকল্প টিমও গঠন করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রীর নিজস্ব উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদদের দুই ধাপে ৫০ জনের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/এমএসএইচ/পিআর