ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এএসআই ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৩ অক্টোবর ২০১৫

রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জু্ম্মা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজার আয়োজন করা হয়।

ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে জানান, জুম্মা নামাজের আগেই ঢামেক মর্গে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। এরপর জানাজা নামাজের অন্যান্য কার্যক্রম সম্পন্ন শেষে এএসআই ইব্রাহিমের মরদেহ রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হয়।

জুম্মা নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ মহপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান, মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমউজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে এএসআই ইব্রাহিমের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার সোলারকোলা ইউনিয়নের পালপাড়ায় পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

জেইউ/আরএস/আরআইপি

আরও পড়ুন