ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এএসআই ইব্রাহিম খুনের ১৬ ঘণ্টা পরেও মামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৩ অক্টোবর ২০১৫

রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা খুনের ১৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো মামলা দায়ের করা হয়নি। শুধু তাই নয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়নি। থানা পুলিশ ও ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে পুলিশ জানিয়েছে, এএসআই ইব্রাহিম মোল্লার খুনীরা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাসুদ রানা নামে একজনকে আটক করা হয়েছে। তার মাধ্যমে অপর খুনীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) মোরশেদা আক্তার জানান, মামলা প্র্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষ হলে মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট নেয়ার জন্য ঢামেক হাসপাতালে পুলিশ কর্মকর্তারা গেছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, এখনো মামলা হয়নি। মামলার আইনী প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই এখন মামলা নথিভুক্ত করা হবে। তবে মামলার বাদী কে হচ্ছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।

অন্যদিকে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। ঘন্টাখানেকের মধ্যে ময়নাতদন্ত শেষ হবে। মরদেহ নিতে ঢামেকে এসেছেন দারাসসালাম থানার ওসি (তদন্ত) শামসুজ্জামান।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দারুসালাম থানাধীন গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলকায় দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশী করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হোন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। পরে সেখান থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাগেরহাট জেলার কচুয়া থানার সোলারকোলা ইউনিয়নের আব্দুস সাত্তার মোল্লার ছেলে নিহত এএসআই ইব্রাহিম মোল্লা। বউ ও এক ছেলে এক মেয়ে নিয়ে রাজধানীর দারুসসালাম থানাধীন একটি বাসায় থাকেন তিনি। গত দেড় বছর যাবত তিনি দারুসসালাম থানায় কর্মরত।

উল্লেখ্য, গত মাসে রাজধানীর কূটনীতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেলা সিজার খুন হওয়ার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে দুর্গাপূজা শুরুর পর আরও কড়াকড়ি আনা হয় নিরাপত্তায়। বিভিন্ন স্থানে সড়কে চৌকি বসিয়ে চলছে তল্লাশি। এর মধ্যেই ঢাকার প্রবেশমুখ গাবতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হলেন এএসআই ইব্রাহিম মোল্লা।


জেইউ/এআরএস

আরও পড়ুন