কুরিয়ারে আসা আম-রাইস কুকার থেকে উদ্ধার হলো হেরোইন
রাজধানীর নিউমার্কেট থানাধীন গাউসিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে থেকে অভিনব কায়দায় আমের সাথে আসা রাইস কুকারের ভেতরে করে হেরোইন পাচারকালে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- হাবিবুর রহমান (২৯) ও দিলরুবা দিপা (২৯)।
সোমবার সকাল ১০টায় র্যাব-২ এর একটি বিশেষ দল ওই দু'জনকে আটক করে।
র্যাব বলছে, গ্রেফতার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। গত ৩/৪ বছর ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। অন্য কোনো পেশা নেই, মাদক ব্যবসাই তাদের একমাত্র পেশা।
র্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গত ২৮ মে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা হেরোইনের একটি চালান আমরা আটক করেছিলাম। ওই চালানটি যারা পাঠিয়েছিলেন আজ জব্দ করা হেরোইনের চালানটিও তারাই পাঠিয়েছেন।
হেরোইনের চালান জব্দ করার ব্যাপারে মহিউদ্দিন ফারুকী বলেন, সকালে আমাদের কাছে তথ্য আসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি হেরোইনের চালান ঢাকায় এসেছে। ওই খবরে আমরা সম্ভাব্যতা খুঁজে মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসে শাখায় নজরদারি করি। সেখান থেকে একজনকে সন্দেহ হলে র্যাব পিছু নেয়। দেখা যায় তিনি আমের বস্তা নিয়ে নিউমার্কেট এলাকায় আসেন। এরপর গাউসিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে হস্তান্তরের সময় হাতেনাতে আটক করা হয় হাবিবুর রহমান ও স্ত্রী দিলরুবা দিপাকে।
মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা তাদের আটক করলেও হেরোইন কোথায় সেটি বের করতে পারছিলাম না। পরে অনেক জিজ্ঞাসাবাদের পর জব্দ করা একটি রাইস কুকারের যন্ত্রাংশ খুলে ভেতর থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের দাম প্রায় ৫০ লাখ টাকা।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা এই হেরোইনের চালান ঢাকায় পাঠিয়েছেন তাদের আমরা শনাক্ত করেছি। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নজরদারি এড়াতে আমের সাথে পাঠানো কুকারের ভেতরে করে ওই হেরোইনের চালান পাঠানো হয়েছিল। খুব শিগগিরই চাঁপাইনবাবগঞ্জের ওই চক্রটিকেও আমরা গ্রেফতার করবো।
গ্রেফতার হওয়া দম্পতি সম্পর্কে তিনি বলেন, তাদের বিশেষ কোনো পেশা নেই, মাদক ব্যবসাই তাদের ধ্যান-জ্ঞান। গত তিন বছর ধরে তারা সুকৌশলে ইয়াবা হেরোইনের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরেকটি মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
জেইউ/এনএফ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বড়দিন উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান
- ২ গণভবনে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন
- ৩ বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
- ৪ ২৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি
- ৫ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ভারতের এখনো কোনো উত্তর মেলেনি