করোনা পরীক্ষায় ঢাকায় যুক্ত হলো আরেকটি ল্যাব
দেশে করোনাভাইরাস শনাক্তে যুক্ত হয়েছে আরও একটি পিসিআর ল্যাব। ঢাকার বেসরকারি আইজি হাসপাতাল লিমিটেডে এই ল্যাব স্থাপন করা হয়েছে। ফলে হাসপাতালটিতে এখন থেকে করোনা পরীক্ষা করা যাবে।
রোববার (১৪ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে ল্যাব স্থাপনের বিষয়টি জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আজ ৬০টি ল্যাবে নমুনা সংগৃহীত এবং পরীক্ষা হয়েছে। নতুন সংযোজিত হয়েছে একটি ল্যাব, সেটি হলো বেসরকারি প্রতিষ্ঠান আইজি হাসপাতাল লিমিটেড ঢাকা। তাতে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৯০টি। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ এক হাজার ৪৬৫টি। গত ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৪১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন।’
নাসিমা সুলতানা আরও বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত এক হাজার ১৭১ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।’
পিডি/এফআর/এমকেএইচ