চট্টগ্রামে করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম (৪৮)।
শনিবার (১৩ জুন) রাত ১১টায় নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলমের ভাতিজা আশরাফ শোভন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ শাহ আলম ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। শনিবার তার করোনার পজিটিভ রিপোর্ট আসে। সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শোভন অভিযোগ করে বলেন, বিকেল থেকে আমার চাচার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর ডাক্তারদের অনেক অনুরোধ করেছি অক্সিজেন দেয়ার জন্য। সেখানে একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে অন্তত ৭-৮ জন রোগী টানাটানি করেন। শেষমেশ রাত ১১টার দিকে অক্সিজেনের অভাবে আমার চাচার মৃত্যু হয়।
এদিকে, ইঞ্জিনিয়ার শাহ আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়া, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক ড. ফসিউল আলম ও সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিন।
আবু আজাদ/এইচএ/এমএসএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা