তিন সহস্রাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ৩৩ চিকিৎসকের মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশের তিন হাজার ১৬৪ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার তিনজন, নার্স ৮৫৩ এবং স্বাস্থ্যকর্মী এক হাজার ৩০৮ জন। মোট আক্রান্তদের মধ্যে ৩৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শনিবার (১৩ জুন) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ১৩, চট্টগ্রাম বিভাগে ১০৯, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৯, সিলেট বিভাগে ৭৮ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এছাড়া নার্সদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ২৬, রাজশাহী বিভাগে ২১, রংপুর বিভাগে ৩১, সিলেট বিভাগে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন আক্রান্ত হন।
পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ৫৫৮ জন, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২৫৮, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৫১, সিলেট বিভাগে ৯৯ এবং ময়মনসিংহ বিভাগে ২১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
কোন মেডিকেল কলেজ হাসপাতালে কতজন আক্রান্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, মিটফোর্ডে ৫৬, শহীদ সোহরাওয়ার্দীতে ১০৩, আজগর আলী হাসপাতালে ২১, বিএসএমএমইউতে ছয়, জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৯, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ১১, শিশু হাসপাতালে ছয়, জাতীয় ক্যান্সার হাসপাতালে ১০, নিউরো সার্জারি ইনস্টিটিউটে ১১, অ্যাপোলো হাসপাতালে পাঁচ, বারডেম হাসপাতালে সাত, ইউনিভার্সেল হাসপাতালে তিন, পঙ্গু হাসপাতালে ৯, কুর্মিটোলা হাসপাতালে ৯ এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এমইউ/বিএ/এমকেএইচ