ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মমেকের ডা. এমদাদকে হেলিকপ্টারে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৩ জুন ২০২০

তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে এসেছে বিমান বাহিনী।

শনিবার (১৩ জুন) বিকেলে ময়মনসিংহ থেকে রওনা হয়ে ৫টা ৫১ মিনিটে হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ডা. এমদাদ উল্লাহ খানকে ঢাকায় আনা হয়েছে

জানা গেছে, ডা. এমদাদ উল্লাহ খানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এলেও তার উপসর্গ রয়ে গেছে। তীব্র রকমের শ্বাসকষ্টে ভুগছেন তিনি। শারীরিক অবস্থা ভালো নয় বিধায়ই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হলো।

এর আগে, করোনায় আক্রান্ত দেশের বেশ ক’জন মন্ত্রী-রাজনীতিক-চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে আসা হয়।

জেপি/এইচএ/জেআইএম