ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১২ জুন ২০২০

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৯ জনে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার (১১ জুন) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৩৬ জন রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নতুন আক্রান্তরা ১৯ থেকে ৬২ বছর বয়সী এবং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডা. মীর মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ উপজেলায় মোট দুই হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষায় নতুন ৩৬ জন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৬১৯ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৯ এবং সুস্থ হয়েছেন ২০৯ জন।

কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ডা. মোবারক।

এইচএ/জেআইএম