ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুই পুলিশ সদস্যের আত্মত্যাগ উদাহরণ হয়ে থাকবে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১০ পিএম, ১০ জুন ২০২০

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের দুই সদস্য ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং কনস্টেবল মো. এনামুল হকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘তাদের এই আত্মত্যাগ পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে’।

বুধবার (১০ জুন) রাতে দেয়া এক শোক বার্তায় আইজিপি বলেন, ‘দেশে করোনা প্রতিরোধের প্রথমদিন থেকেই জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ ইন্সপেক্টর মো. আব্দুল আজিজ এবং শহীদ কনস্টেবল মো. এনামুল হকসহ করোনাযুদ্ধে এ যাবত আমাদের ২১ জন সহকর্মী জীবন উৎসর্গ করেছেন। তারা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। এ আত্মত্যাগের জন্য তারা পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন।’

আইজিপি তাদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, পুলিশের ২০তম সদস্য হিসেবে মঙ্গলবার কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

বুধবার দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল মো. এনামুল হক করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এআর/এফআর