কাতার থেকে ফিরছেন ৪১৪ প্রবাসী
করোনার কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আটকে থাকা ৪১৪ বাংলাদেশিকে ফিরে আনা হচ্ছে।
বুধবার (১০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন তারা। তাদের বহনকারী বিমানটি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে গত (৩ জুন) বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকেট কেনেন।
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বিশেষ এ ফ্লাইটের অধিকাংশ যাত্রীই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন। এছাড়াও এতে কর্মহীন শ্রমিক ও ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন।
দূতাবাস আরও জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কেউ করোনা সংক্রমিত নন।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পর বিভিন্ন দেশের লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
এআর/এএইচ/এমএস