সুফি মিজান সুস্থ আছেন, করোনায় আক্রান্তের খবর ‘গুজব’
সমাজসেবায় অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত এবং দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সুস্থ আছেন। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ।
বুধবার (১০ জুন) জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুফি মিজানুর রহমানের বড় ছেলে পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মহসিন।
তিনি জানান, তার বাবা সুফি মিজানুর রহমান হার্টের রোগী। প্রতি একমাস অন্তর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরিস্থিতির কারণে এই কয়েক মাস যেতে পারেননি। তাই হার্টের চেকআপের জন্য পরশু (সোমবার, ৮ জুন) তিনি ইম্পেরিয়ালে হাসপাতালে গিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, সুফি মিজানের নমুনা সংগ্রহ করা হয় গত ২ জুন। ৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। সেখানে তার নাম লেখা হয় মিজানুর রহমান, বয়স ৭৭। ঠিকানা নাসিরাবাদ হাউজিং সোসাইটি। ৬ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতালের পিসিআর ল্যাব প্রধান ডা. এহসানুল হক করোনা নেগেটিভ ওই রিপোর্টে স্বাক্ষর করেন।
কিন্তু কয়েকদিন ধরে চট্টগ্রামে একের পর এক গুজব ছড়িয়ে পড়ছে। সর্বশেষ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে নগরের ইম্পেরিয়ালে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি অনলাইন নিউজপোর্টাল ও পত্রিকার অনলাইন ভার্সনেও এ সংক্রান্ত সংবাদ পরিবেশন হতে দেখা গেছে। তবে সুফি মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।
আবু আজাদ/এইচএ/পিআর