ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উৎসবমুখর সিদ্ধেশ্বরী মন্দির : হাজারো ভক্তের ভিড়

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২২ অক্টোবর ২০১৫

দেবী দুর্গাকে দর্শনে পূজামণ্ডপগুলোতে ঢল নেমেছে হাজারো ভক্তের। বৃহস্পতিবার হিন্দুদের সর্ববৃহৎ এই উৎসবের নবমী ও বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কারণে দুর্গা মা’র কাছে শেষবারের মতো প্রার্থনা করতে এসেছেন সবাই। ভক্তদের উপচেপড়া ভিড়ে মুখরিত রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দির। বৃহস্পতিবার সিদ্ধেশ্বরীর কালিমাতা মন্দির ঘুরে এচিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মন্দিরটিতে সকাল থেকেই দুর্গা মায়ের পূজা অর্চনায় ব্যস্ত ভক্তরা। ঢাকঢোল, কাঁসর-ঘণ্টার বাজনায় মুখরিত ছিল পুরো মন্দির। বিকাশ রঞ্জন দাস নামে এক ভক্ত জাগো নিউজকে বলেন, এবার নবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা একই দিনে হওয়ায় ভক্তদের ভিড় অনেক বেশি। উৎসবের আনন্দটাও দিগুণ।

সিদ্ধেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপের বাইরের অংশে বসেছে মেলা। বিক্রি হচ্ছে শাঁখা, শঙ্খ, আংটি, ঝিনুকের বালা, কাচের চুড়ি, আয়না, চিরুনিসহ বিভিন্ন ধাতব গয়না।

নতুন জামা আর জুতা পড়ে পরিবারের সঙ্গে দেবীদুর্গা দর্শনে সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছে শিশু মানহা (৫)। জাগো নিউজকে বললেন, ‘সকাল থেকে মজা করছি। মা’র কাছে এই প্রার্থনা করেছি, সবাই যেন ভালো আর শান্তিতে থাকে। পরিক্ষায় যেন ভালো রেজাল্ট করি।’

মন্দিরে সব বয়সী মানুষের ঢলের পাশাপাশি উৎসবে যোগ দিয়েছেন অন্য ধর্মের অনুসারী আর বিদেশিরা। অন্যান্য মন্দিরের মতো এখানেও ছিল পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার দশমী হলেও মূলত শুক্রবার রাজধানীর মন্দিরগুলোর প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে আজ রাতেও কয়েকটি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হবে বলে জানান পূজারিরা।

এআর/এআরএস