ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চমেক হাসপাতালকে মাইক্রোবাস দিলেন এমপি লতিফ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩১ এএম, ০৯ জুন ২০২০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে (চমেক) একটি মাইক্রোবাস দিয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এমপি এম. এ. লতিফ। এ সময় সিএমসিএইচ’র সহকারী পরিচালক ডা. রাজিব পালিত, চিটাগাং চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) এবং অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিএমসিএইচ সহকারী পরিচালক সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মহামারি করোনার এই সময়ে ডাক্তারসহ অন্যান্য নমুনা সংগ্রহকারীদের পরিবহনের সুবিধার ফলে নগরবাসীর স্বাস্থ্যসেবা ও করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম ত্বরান্বিত হবে।

তিনি সমাজের সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, এম. এ. লতিফ এমপি করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই নিজ সংসদীয় এলাকার ৫টি থানায় ১০০ শয্যাবিশিষ্ট ৫টি স্বেচ্ছায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করেন।

এছাড়া তিনি সারা বছরের ন্যায় এ মহামারির সময়েও সমাজের নিম্ন আয়ের মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে নিজ আসনে ১০টি ওয়ার্ডের ৩০০টি পয়েন্টে প্রতিদিন পর্যায়ক্রমে পিক-আপ ভ্যানে করে সকাল-বিকেল ভর্তুকিমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তথা প্রতি কেজি চাল (আতপ/সিদ্ধ)-২০/- টাকা, মসুর ডাল-৪০/-টাকা, প্যাকেট লবণ-১০/-টাকা, আলু-১০/-টাকা, চিনি ৪০/-টাকা, ১০০/-টাকায় ২০টি ডিম বিক্রয় কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এছাড়া করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে রমজান মাসে প্রতিদিন ১০ হাজারের অধিক ১০ টাকা মূল্যে ডিম পোলাওয়ের প্যাকেট চট্টগ্রাম-১১ আসনের বিভিন্ন ওয়ার্ডের ২৫টি পয়েন্টে ইফতারের পূর্বে বিক্রি হয়।

এমআরএম