ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিবহন শ্রমিকদের ঝুঁকিভাতা দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ জুন ২০২০

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ও ঝুঁকিভাতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

সোমবার (৮ জুন) সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক এক যুক্ত বিবৃতিতে বলেন, পরিবহন শ্রমিকরা যাত্রীর সেবক। এসব পরিবহন শ্রমিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত সেবা দিয়ে আসছেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি নিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী সেবায় নিয়োজিত রয়েছেন। তাদের নেই কোনো ব্যক্তিগত সুরক্ষা, নেই ঝুঁকি ভাতার ব্যবস্থা।

তারা বলেন, এ বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে গত ৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং গত ৩ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমেও এ সব দাবি জানানো হয়। পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা বা ঝুঁকিভাতার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শ্রমিকরা ব্যক্তিগত সুরক্ষা ছাড়া গাড়ি চালানোর ফলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। তাই পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে ব্যক্তিগত সুরক্ষা ও ঝুঁকিভাতার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে দেশে ১৭ লাখ পরিবহন চালক রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় প্রণোদনার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া চালকরা এখনও পায়নি। যে কারণে চালক, পরিবহন শ্রমিকরা হতাশার মধ্যে আছে। তাই এই বিষয়েও জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

এএস/এফআর/পিআর