ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের ফলাফল জানা যাবে চলতি সপ্তাহে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৭ জুন ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন চলতি সপ্তাহের যে কোনো দিন ওষুধ প্রশাসন অধিদফতরে জমা দেয়া হবে। তবে প্রতিবেদনের ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট দিনক্ষণ সোমবার (৮ জুন) জানিয়ে দেয়া হবে।

রোববার (৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে গণস্বাস্থ্যে উদ্ভাবিত করোনা অ‌্যান্টিবডি কিটের কার্যকারিতার ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করোনা ভাইরাসের অ‌্যান্টিবডির কার্যকারিতার ফলাফল পরীক্ষার কাজ প্রায় শেষ করে এনেছেন। বর্তমানে কিটের পরীক্ষার ডাটা প্রসেসিংয়ের কাজ চলছে।

এদিকে, করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা এখন স্থগিত রয়েছে। গত মঙ্গলবার (২ জুন) গণস্বাস্থ্যের পক্ষ থেকে বঙ্গবন্ধু মেডিকেলকে একটি চিঠি দিয়ে অ্যান্টিজেন কিটের পরীক্ষা আপাতত স্থগিত রাখতে বলা হয়।

এমইউ/এএইচ/পিআর