ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চৌগাছার ডা. নাহিদকে হেলিকপ্টারে ঢাকায় আনছে বিমান বাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৫ জুন ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত যশোরের চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. নাহিদ সিরাজ সম্প্রতি করোনায় আক্রান্ত হন। যশোরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। 

দেশে করোনাভাইরাসে বেশকিছু চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ছয় চিকিৎসক।

গত ১৫ এপ্রিল প্রথম চিকিৎসক হিসেবে করোনায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান। ১২ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।

৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম। সেদিন সন্ধ্যায় মৃত্যুবরণ করেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। সবশেষ ৪ জুন দিবাগত রাতে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়া (৭৫)।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। মারা গেছেন মোট ৮১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

জেপি/এইচএ/জেআইএম