বৃহস্পতিবারও হরতাল ডেকেছে জামায়াত
মীর কাসেম আলীর ফাঁসির আদেশের প্রতিবাদে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ এক বিবৃতিতে এ হরতাল ডেকেছে।
বিবৃতিতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ও মঙ্গলবার আশুরা উপলক্ষে দোয়া কর্মসূচি ডেকেছে দলটি।
এর আগে, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার এবং রবি ও সোমবার দুদফা তিনি দিনের হরতাল কর্মসূচি দেয় জামায়াতে ইসলামী।
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা