ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশি হামলার প্রতিবাদে বামমোর্চার সমাবেশ

প্রকাশিত: ০১:২৪ পিএম, ২১ অক্টোবর ২০১৫

সুন্দরবন রক্ষায় রোডমার্চে পুলিশি হামলা ও বাধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বামমোর্চা।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সমন্বয়ক কমরেড সাইফুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ রোডমার্চে পুলিশসহ ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। সরকার নানাভাবে আমাদের আন্দোলনে চাপ সৃষ্টি করতে চেয়েছিল। তারা সমালোচনা করেছে, পরবর্তীতে আমাদের উপর আঘাত করেছে।

সরকারের উদ্দেশ্যে বলতে চাই সুন্দরবনকে নিয়ে যারা ব্যবসা করতে চায় আন্দোলন তাদের বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, সুন্দরবন রক্ষায় রোডমার্চে অসংখ্য মানুষের সমর্থন সহানুভূতি লক্ষ্য করেছি। প্রায় ৫০০ কিলোমিটার পথে মানুষের ভালোবাসা পেয়েছি।

গণবিরোধী কাজ করে পৃথিবীর কোথাও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আপনারাও পারবেন না। রাষ্ট্রশক্তি প্রয়োগ করে জনগণের দাবি না মেনে সুন্দরবন ধ্বংস করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, সরকার সব কিছু অগ্রাহ্য করে ভারতীয় কোম্পানি এনটিপিসি`র এ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রাকৃতিকভাবে একটা বন তৈরি হতে লাগে বহু বছর কিন্তু ধ্বংস করে দিতে সময় লাগে না।

তারা আরো বলেন, আমারা বিদ্যুৎ চাই, তবে সুন্দরবন ধ্বংসের বিনিময়ে নয়। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প পথ আছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।

আগামী ৫ নভেম্বর সুন্দরবন রক্ষায় সংহতি কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয় বিক্ষোভ সমাবেশে।

সংগঠনের সমন্বয়ক কমরেড সাইফুলের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড ইয়াসিন মিয়া, বাসদের কেন্দ্রীয় নেতা শুভঙ্কর চক্রবর্তি, গণসংহতি আন্দোলনের বাচ্চু মিয়া প্রমুখ।

এএস/এআরএ/আরআইপি