ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যারা নিজে পরতে পারেন না তারা ছাড়া সবাই মাস্ক পরুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৪ জুন ২০২০

যারা নিজে মাস্ক পরতে ও খুলতে পারবে না তারা ছাড়া সবারই মাস্ক পরতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করব। মাস্ক তারাই ব্যবহার করতে পারবেন না, যারা নিজে এই মাস্ক পরতে পারেন না। যেমন অজ্ঞান ব্যক্তি, যারা প্রতিবন্ধী এবং দুই বছরের নিচে কম বয়সী শিশু। যারা মাস্ক নিজেরা খুলতে পারবেন না, তারা ছাড়া প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন। মাস্ক একটি বড় হাতিয়ার এই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য।’

বাইরে না যাওয়ার পরও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কেন করোনায় আক্রান্ত হচ্ছেন, সেটার ব্যাখ্যা দিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘যত দূর সম্ভব শারীরিক দূরুত্ব বজায় রেখে চলুন। কমপক্ষে তিন ফুট শারীরিক দূরুত্ব বজায় রেখে চলুন। আমাদের বয়োবৃদ্ধ ব্যক্তিদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এ কারণেই যে, অনেকে বাসায় থাকার পরও অসুস্থ হয়ে যাচ্ছেন। বাসার অন্য সদস্যরা বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাচ্ছেন। সে কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে আমরা বাইরে থেকে এসে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরতে হবে, হাত বারবার সাবান দিয়ে ধুইতে হবে। এসব বিষয় খেয়াল রেখেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে যাওয়া উচিত। তাহলেই আমরা তাদের সুরক্ষিত রাখতে পারব।’

পিডি/জেডএ/এমকেএইচ