ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিআরটিসির ২৮ কর্মকর্তাকে শোকজ

প্রকাশিত: ০৬:৪২ এএম, ০২ নভেম্বর ২০১৪

হরতালে রোববার সকালে দফতরে অনুপস্থিত থাকার দায়ে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ২৮ জন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

মতিঝিল রাজউক এভিনিউয়ের বিআরটিসি ভবনে রোববার সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিক পরিদর্শনে যান। এ সময় ওই কর্মকর্তারা উপস্থিত না থাকায় তিনি এ শোকজের নির্দেশ দেন।

সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাসের জানান, রোববার সকালে বিআরটিসি ভবনে আকস্মিক সফরে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি সকাল সাড়ে ৯টা পর্যন্ত অফিসের ২৪০ জন কর্মকর্তার মধ্যে ২৮ জনকে অনুপস্থিত দেখতে পান। পরে অনুপস্থিত ওই কর্মকর্তাদের শোকজের নির্দেশ দেন মন্ত্রী।