ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদ্যের লাইসেন্সে স্যানিটাইজার তৈরি, খিলগাঁওয়ে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৩ এএম, ০২ জুন ২০২০

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ানে অননুমোদিত কারখানায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান শুরু করেছে র‍্যাব।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গোড়ানের আলী আহমদ স্কুলের পাশে রেজা ফুড প্রোডাক্ট নামক ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু করে র‍্যাব-৩ এর একটি দল।

সর্বশেষ তথ্যমতে, সেখানে বিপুল পরিমাণ অননুমোদিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জাগো নিউজকে বলেন, রেজা ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চলছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অনুমোদন খাদ্য উৎপাদন ও বিপণনের। কিন্তু তারা এই করোনাকালকে লভ্যাংশের মৌসুম বানিয়ে খাদ্য উৎপাদন বন্ধ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন, প্যাকেজিং ও বিপণন করে আসছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ/জেআইএম