বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন
করোনা সংক্রমণ দেখা দেয়ায় রাজধানীতে বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন করা হয়েছে।
সোমবার (১ জুন) শাখাটি লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আট কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে লকডাউনের বিষয়টি জানানো হয়।
শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষা বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক শাখাটি লকডাউন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এসআই/এএইচ/জেআইএম