ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সুপ্রিম কোর্ট বারের লাইব্রেরিয়ান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ০১ জুন ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান মো. আসাদুজ্জামান মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এ ছাড়া সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় আছেন। এখনও করোনা আক্রান্ত আরও দুজন। এক আইনজীবী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজন বাসায় আছেন।

এফএইচ/জেডএ/এমকেএইচ