ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্যবসায়ী আব্দুল মোনেম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩১ মে ২০২০

বিশিষ্ট ব্যবসায়ী এম আব্দুল মোনেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ব্যবসায়ী ব্রেন স্ট্রোক করে রোববার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মারা যান বলে জানা গেছে।

তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।

পদ্মসেতু সংযোগ সড়কসহ দেশের মহাসড়ক প্রায় সবই তার প্রতিষ্ঠান এএমএল-এর তৈরি। তবে ইগলু, কোক-পেপসি তাদের সহ-প্রতিষ্ঠান।

ইগলুর প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান আব্দুল মোনেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজ জানান, ব্রেন স্ট্রোক করে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মারা যান।

এমএএস/এসএইচএস/জেআইএম