শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। রোববার সকাল ১০টার পর থেকে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ এবং কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন অপরাংশের কর্মীরা শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় পৃথকভাবে জড়ো হতে থাকেন। পাশাপাশি আলাদাভাবে অবস্থান নিয়ে মীর কাসেমের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখর করে তোলেন ছাত্রলীগের (জাসদ) কর্মীরা।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত গণজাগরণ মঞ্চের উভয় অংশ এবং জাসদ ছাত্রলীগের কর্মীরা যুদ্ধাপরাধে অভিযুক্ত মীর কামেসের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন।
আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে রায় দেওয়া হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা