ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় প্রাণ হারানো ফটোসাংবাদিকের পরিবারের পাশে আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩০ মে ২০২০

করোনাভাইরাসে প্রাণ হারানো দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার ফটোসাংবাদিক এম. মিজানুর রহমানের পরিবারকে এক লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার বিকেলে পুলিশ সদর দফতরে আইজিপির পক্ষে অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন এক লাখ টাকার চেক ও উপহার সামগ্রী প্রদান করেন।

মিজানুর রহমানের পরিবারের পক্ষে উপস্থিত থেকে অনুদান গ্রহণ করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের। এ সময় এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা, ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে করোনায় প্রাণ হারানো দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ও সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের পরিবারকে ২ লাখ টাকার চেক ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

জেইউ/এমএসএইচ/জেআইএম