ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আক্রান্তদের ৫৫ শতাংশই ২০-৪০ বছরের, মৃতদের ৬৯ শতাংশই পঞ্চাশোর্ধ্ব

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ৩০ মে ২০২০

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন অপেক্ষাকৃত তরুণ বয়সীরা। আর মারা যাচ্ছেন সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্বরা। লিঙ্গভেদে অনেক বেশি আক্রান্ত পুরুষ। স্বাস্থ্য অধিদফতরের শনিবারের (৩০ মে) সর্বশেষ বুলেটিন ও সূত্রের তথ্য পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে।

সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে ৪৪ বাজার ৬০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন সর্বোচ্চ ২৮ জন।

আক্রান্তদের বয়সের হিসাবে দেখা যাচ্ছে, ৩ শতাংশ ১ থেকে ১০ বছর বয়সী, ৭ শতাংশ ১১ থেকে ২০ বছর বয়সী, ২৮ শতাংশ ২১ থেকে ৩০ বছর বয়সী, ২৭ শতাংশ ৩১ থেকে ৪০ বছর বয়সী, ১৭ শতাংশ ৪১ থেকে ৫০ বছর বয়সী, ১১ শতাংশ ৫১ থেকে ৬০ বছর বয়সী এবং ৭ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

এর থেকে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৪০ বছর বয়সীই ৫৫ শতাংশ। আর লিঙ্গভেদে আক্রান্তদের পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।

মারা যাওয়া রোগীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২ শতাংশের বয়স ১ থেকে ১০ বছর, ৩ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছর, ৭ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৯ শতাংশের বয়স ৪১ থেকে ৫০ বছর, ২৭ শতাংশের বয়স ৫১ থেকে ৬০ বছর এবং ৪২ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

এর থেকে দেখা যায়, মৃতদের ৬৯ শতাংশেরই বয়স ৫০ বছরের বেশি। আর লিঙ্গভেদে মৃতদের ৭৫ শতাংশ পুরুষ ও ২৫ শতাংশ নারী।

পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। ৪৪ হাজার ৬০৮ আক্রান্তের মধ্যে মহানগরসহ ঢাকায়ই শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৪৫২ জন। আর মৃত ৬১০ জনের মধ্যে রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে ২১৩ জনের, ঢাকা জেলায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। আর চট্টগ্রামে ১৫২, ময়মনসিংহে ১৫, রাজশাহীতে ৫, রংপুরে ১৬, খুলনায় ৮, বরিশালে ১১ এবং সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১৭ জনের।

এমইউ/এইচএ/জেআইএম