ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জলাবদ্ধতা নিরসনে আশকোনা এডিএইট খাল করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩২ পিএম, ৩০ মে ২০২০

আশকোনা এলাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এডিএইট খালের (হজ ক্যাম্পের পাশ থেকে শুরু করে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত) বিভিন্ন অংশে প্রতিবন্ধকতার জন্য এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন সময়ে খালটির প্রতিবন্ধকতাপূর্ণ অংশগুলো খনন করে প্রতিবন্ধকতা দূর করার জন্য তাগিদ দিয়েছেন। এর ফলে ঐ অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে দূর হয়ে যেত। মেয়রের বারবার তাগিদ সত্ত্বেও কাজটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

শনিবার (৩০ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ওই এলাকা আবারও ঘুরে দেখেন। এছাড়া বৃহস্পতিবারও তিনি এলাকাটি পরিদর্শন করেন।

এসময় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে খালটির খনন কাজ সম্পন্ন করা হবে।

এএস/এমএফ/পিআর