ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যকর্মী-মুয়াজ্জিনসহ দোহারে আরও ৭ জন করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৯ মে ২০২০

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

ঢাকার দোহার উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই স্বাস্থ্যকর্মী ও মসজিদের মুয়াজ্জিনসহ আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই সাতজন আক্রান্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

আক্রান্ত সাতজনের মধ্যে দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী ও একজন মসজিদের মুয়াজ্জিন। বাকি চারজনের মধ্যে একজন উপজেলার মালিকান্দা গ্রামে, একজন বিলাসপুরের রাধানগর, একজন রাইপাড়া এবং একজনের বাড়ি ঢাকায়। ঢাকার ব্যক্তি আত্মীয়তার সুবাদে দোহারে এসে নমুনা দেয়ায় তাকে দোহারের তালিকায় রাখা হয়েছে বলে জানান ডা. জসিম।

এ স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন বয়সের। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনজন। মৃত্যুবরণ করেছেন দু’জন। যার মধ্যে একজন পুরুষ ও একজন নারী। নতুন করে আক্রান্তদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান ডা. জসিম।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪।

এফআর/জেআইএম