কেরানীগঞ্জে আরও দুইজন শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৭
ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৭ জনে।
শুক্রবার (২৯ মে)উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই দুই বৃদ্ধের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
৬৫ বছর বয়সী আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। একজন উপজেলার কালিন্দী ইউনিয়নের খোলামোড়া ও একজন জিনজিরা ইউনিয়নের বাসিন্দা।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৭ জনে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫ জন ও সুস্থ হয়েছেন ৯৩ জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেয়া হবে।
এএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান