বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই
প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনেক দিন ধরেই তিনি বিভিন্ন রোগে ভূগছিলেন। কয়েক দিন হলো তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতেও রাখা হয়েছিল।
তার এক স্বজন জানান, হাবিবুর রহমান খানের লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। কাল বুধবার সকালে গুলশানের বাসায় নেয়া হবে। পরে লাশ মানিকগঞ্জে গ্রামের বাড়িতে নেয়া হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বিচারপতি হাবিবুর রহমান খানের এক ছেলে এক মেয়ে। সাবেক এই বিচারপতি বিচারবিভাগে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে তিনি ওয়েজ বোর্ড, ট্রুথ কমিশন ও প্রেস কউিন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক